অহম্

অতিকথন হল আসলে বাচালের স্বগতোক্তি। একটু চেঁচিয়ে। আদতে বলার কিছু নেই। স্রেফ টাইম পাস।

থাকি অ্যামেরিকার তথাকথিত সিলিকন ভ্যালিতে। সফটওয়্যার কম্পানিতে গোল-চৌকো নানারকম বাক্স এঁকে, লোক চরিয়ে এবং নিরম্বু চালাকি করে কালাতিপাত করি। গ্রাসাচ্ছাদনের জোগাড় হয়। অন্য সময়ে হয় বাড়িতে বউ-বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, নয় বই পড়া, নয়তো ব্লগে বা অন্যত্র এলেবেলে লেখালিখি আর নয় গান বাঁধা। আগে চোয়াল চালাতাম খুব। বন্ধুদের সঙ্গে তরজায় মেতেছি কতবার। এখন বয়সের সঙ্গে সঙ্গে চোয়ালের ধারও কমেছে, সে শক্তিও আর নেই। বন্ধুদেরও তথৈবচ। তাছাড়া মনে আজকাল বলার মতন সেরকম কিছু ভুড়ভুড়িও কাটে না অষ্টপ্রহর। ন'মাসে ছ'মাসে কাটলে সেগুলো বাতাসে ছড়িয়ে দেবার জন্যে এই ব্লগ। পলিউশনের মাত্রা এমন কিছু বাড়বে না।

তারাপদ রায়ের অবিস্মরণীয় দুটো পংক্তি আসলে আমার জন্যে লেখা -

আমারে বাচাল যদি করেছ মাধব,
বন্ধুদের করে দিও কালা ।